মনিরুল হক,কোচবিহারঃ
নিজের জন্মদিন উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করলেন মাথাভাঙ্গা ১নং ব্লকের,পচাঁগড় ফকিরাকুঠি এলাকার নিবাসী পূর্ন দাস। নিজের ৩২ তম জন্মদিনকে এই অভিনব রক্তদান শিবিরের মাধ্যমেই পালন করলেন তিনি। রবিবার সকাল ১১ টা থেকে এই রক্তদান শিবির শুরু হয় নিজ বাসভবনে।
জানা গেছে,এদিন ওই রক্তদান শিবিরে মোট ২৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে ৪ জন মহিলাও রক্তদানে এগিয়ে আসেন।রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড এম জে এন হাসপাতাল ব্লাড ব্যাংকে নিয়ে যাওয়া হয়।
পূর্নবাবু ব্লাড ডোনার অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত।রক্তদানের মাধ্যমে প্রতিদিন মুমূর্ষু রোগীদের পাশে দাড়ানোই এই সংস্থার মূল উদ্দেশ্য।এই সংস্থার সাথে যুক্ত থাকার সুবাদে পূর্ণ বাবু অনেক কাছ থেকে দেখেছেন যে প্রতিদিন কিভাবে মুমূর্ষু রুগীদের রক্তের জন্য কষ্ট পেতে হয়।
আরও পড়ুনঃ টেনহরি অগ্রগামী সোসাইটির উদ্যোগে ক্রীড়া প্রশিক্ষণ শিবিরের আয়োজন
এছাড়াও লোকসভা নির্বাচনের ফলে রক্তের যে ব্যাপক ভাবে সংকট দেখা দিয়েছে তা কিছুটা দূর করার লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা।এদিন ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য মহাশয় এবং সংস্থার বিভিন্ন কর্মকর্তারা।এই শিবিরে পরিবারের সদস্যরাও রক্তদানে এগিয়ে আসেন।
পূর্ণ বাবু বলেন, “এই রক্তদান শিবিরে বোন মিলন দাস দে,বোন জামাই প্রদীপ কুমার দাস,দুই ভাই সূর্য দাস,বিশ্বজিৎ দাস এবং সকলে যেই ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমি খুব খুশি।”
পূর্ণ দাসের বোন মিলন দাস দে বলেন, “দাদার জন্মদিনে এই রকম একটি ভালো কাজ করা যেতে পারে তা হয়তো আজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না এবং এই কাজটির জন্য আমরা দাদার জন্য গর্বিত।আমি ও আমার বড়, দুই ভাই আজ রক্তদান করলাম।”
নিজের ছেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মা দিপালী দাস এবং বাবা সাধন দাস। এদিন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্মকর্তারা পূর্নদাসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং মাথাভাঙ্গার কাজের নিরিখে পূর্নদাসকে প্রশংসক পত্র ও ট্রফি প্রদান করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584