জন্মদিনে রক্তদান শিবির

0
42

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

blood donation camp on birthday | newsfront.co
নিজস্ব চিত্র

ভিন্ন আঙ্গিকে রক্তদানের মাধ্যমে নজির তৈরি হলো মেদিনীপুর শহরে।জন্মদিনকে সামনে রেখে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার মেদিনীপুর বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় অনুষ্ঠিত হলো এক অভিনব রক্তদান শিবির।

মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তীর ছেলে ঋষি এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ জানার ছেলে সৌরর জন্মদিন কে সামনে রেখে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির

blood donation camp on birthday | newsfront.co
নিজস্ব চিত্র

এই শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে অধ‍্যক্ষ মনোরঞ্জন ভৌমিক,পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা,সরকারি স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান,কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মৌসম মজুমদার,সভাপতি রিঙ্কু চক্রবর্তী, লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খাঁন, রক্তদান আন্দোলনের কর্মী অসীম ধর, জয়ন্ত মুখার্জি, কুইজ কেন্দ্রের সদস্য গৌতম বোস, প্রসূন কুমার পড়িয়া,অমিতেশ চৌধুরী, আল্পনা দেবনাথ বোস প্রমুখ।

blood donation camp on birthday | newsfront.co
রক্তদান শিবির।নিজস্ব চিত্র

এই শিবিরে পাঁচজন মহিলা সহ মোট একচল্লিশজন রক্তদান করেন।বহুবার রক্তদান করেছেন এমন রক্তদাতা যেমন এই শিবিরে রক্ত দিয়েছেন তেমনি মনীষিতা বোস,মিতদ্রু বসু, শুভ্রাংশু শেখর সামন্তর মতো প্রথম বার রক্তদান করেছেন এমন রক্তদাতাও রক্তদান করেছেন।

আরও পড়ুনঃ শ্যামাপ্রসাদ জন্ম তিথি উপলক্ষে রক্তদান শিবির

এই শিবিরে রক্তদান করে অন্যান্য রক্তদাতাদের উৎসাহিত করতে এই শিবিরে রক্তদান করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মৌসম মজুমদার,শিক্ষা প্রশাসক কৌস্তভ বন্দ‍্যোপাধ‍্যায়,গায়ক মাতুয়ার মল্লিকসহ অন‍্যান‍্য বিশিষ্ট জনেরা।

এই শিবিরে যেমন মেদিনীপুর শহর তথা আশেপাশের এলাকার রক্তদাতারা যেমন রক্ত দিয়েছেন তেমনি হলদিয়ায় শুভঙ্কর ভুঁইয়া ,তমলুকের শুভময় মজুমদার,কলকাতার সঞ্জীব জানা,ঝাড়গ্রামের রাকেশ মুদলিরা। শিবিরটি সঞ্চালনা করেন স্নেহাশীষ চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here