তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
শুক্রবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কালিয়াগঞ্জ প্রতিদ্বন্দী ক্লাব এন্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্দ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিত দেবগুপ্ত। উপস্থিত ছিলেন কাউন্সিলর মিলন বিশ্বকর্মা, প্রতিদ্বন্দী ক্লাব এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রতন বণিক, সদস্য রাজেন্দ্র প্রসাদ সাহা, কমল পাল, রনজিৎ জয়সওয়াল, পথিক দাস, গৌতম সাহা, নিতাই মোহন্ত ও গৌতম দে।
ক্লাব সম্পাদক রতন মোদক বলেন কালিয়াগঞ্জ প্রতিদ্বন্দী ক্লাব এন্ড ওয়েলফেয়ার তাদের ক্লাবের কালী পূজা উপলক্ষে জেলায় রক্তের চাহিদা দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করেছে। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদানে এগিয়ে আসার জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
ক্লাব কর্নধার পথিক সাহা জানিয়েছেন তাদের ক্লাবের কালীপুজো উদ্বোধন হবে শনিবার সন্ধ্যায়। এবারের কালীপূজায় তাদের থিম হচ্ছে পরিবেশ রক্ষায় আমাজনের জঙ্গল।
আগামী কাল শনিবার অনুষ্ঠানের বিশেষ অতিথি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পাল এই মুহূর্তে ব্রাজিলের আমাজনের জঙ্গলে অবস্থান করছেন।তিনি আমাজনের জঙ্গল থেকে শনিবার প্রতিদ্বন্দী ক্লাবকে আমাজনের থিম করার জন্য অভিনন্দন জানাবেন ভিডিওর মাধ্যমে।শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদ্বন্দী ক্লাব এন্ড ওয়েলফেয়ার সোসাইটির মায়ের পূজার উদ্বোধন করবেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584