শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
শান্তি সংঘের উদ্যোগে ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় দৌলতপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
বিশ্ব শ্রমিক দিবসের এই দিনে প্রায় ১৭ বছর থেকে দৌলতপুর শান্তি সংঘ এই শিবিরের আয়োজন করে এসেছে।বর্তমান গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় দক্ষিন দিনাজপুরের প্রান্তিক সীমান্তে এই রক্তদান শিবির নিঃসন্দেহে রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করে সমগ্র দৌলতপুরবাসীকে এর সাথে যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন দৌলতপুর শান্তি সংঘের সভাপতি নির্মল পাল।
এই শিবিরে উপস্থিত ছিলেন ভারত স্কাউটস এণ্ড গাইডসের মালদহ জেলার সম্পাদক ও মালদহ জেলার রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী অনিল সাহা,বরুণ সরকার,দিঠীপিয়া ব্যানার্জী,বিশ্বজিৎ সিনহা,শিবিরে উপস্থিত ছিলেন ডাঃশান্তনা চট্টোপাধ্যায় প্রমুখ।
মোট ৩০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেছেন। এই শিবিরে উপস্থিত মালদহ জেলার ভারত স্কাউটস এন্ড গাইডস এর সম্পাদক অনিল সাহা বলেন,স্বেচ্ছায় রক্ত সংগ্রহের ক্ষেত্রে দুই দিনাজপুর ও মালদা জেলা অনেকটাই পিছিয়ে।
আরও পড়ুনঃ মে দিবসে মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের
আগামীদিনে শান্তি সংঘের মতো আরো স্বেচ্ছাসেবী সংগঠন এইরকম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলে গ্রীষ্মকালীন রক্ত সংকট অনেকাংশেয় মোকাবিলা করা যাবে এবং এতে সর্বস্তরের মানুষের আরো বেশি করে এগিয়ে আসা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584