জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কান্দি চকপাড়া এলাকায়। যখন রাজ্যজুড়ে প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে তখন মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই রক্তদান শিবির করে কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে কিছুটা রক্ত সংকট নিরসনের চেষ্টা করল বলে জানিয়েছেন মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।
মঙ্গলবার রক্তদান শিবিরের পাশাপাশি মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার উদ্বোধন করা হল কান্দি মহকুমার সাধারণ মানুষদের উদ্দেশ্যে।
এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস সহ মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অন্যান্য সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584