‘হাত বাড়ালেই বন্ধু’র উদ্যোগে তমলুকে রক্তদান শিবির

0
64

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মারণরোগ করোনা যখন গোটা দেশবাসীকে মৃত্যুভয়ে আতঙ্কিত ও আশঙ্কিত করে রেখেছে। যখন প্রিয়জন হারানোর বেদনায় সবাই অসহায় আর অস্থির বোধ করছি।গত কয়েকদিনে করোনা সংক্রমণ কিছুটা কমলেও এই সময়ে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। আগের মতো তেমন রক্তদান শিবির হচ্ছে না। তার ওপর ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত মানুষের ভ্যাকসিন হওয়ার জন্য অনেকেই রক্তদান করতে পারছেন না।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

এর ফলে রক্তের সংকট ক্রমশ তীব্র হয়ে উঠেছে। তমলুকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘হাত বাড়ালেই বন্ধু’ রক্তের সংকট মোচনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করে। করোনার জন্য গত একবছর ধরে ব্লাড ব্যাংক গুলি রক্তের অপ্রতুলতায় ভুগছে, মুমূর্ষু রোগীর শরীরে রক্তের প্রয়োজন পূরণের জন্যই ১৩ জুন রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবাসবাড়ি চর এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে সম্পূর্ণভাবে কোভিড বিধিকে চূড়ান্ত মান্যতা দিয়েই।

blood donate | newsfront.co
রক্তদান। নিজস্ব চিত্র

এদিন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায়, বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে দেবাশীষ মহাপাত্র সহ বিশিষ্টজনের উপস্থিতিতে রক্তদান শিবিরের সূচনা হয়। এদিন ৮ জন মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন।রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায়।

আরও পড়ুনঃ সদর ব্লকের হাতিহলকার স্কুলে রক্তদান শিবির

রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের হাতে উপহার হিসেবে স্মারক ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।রক্তদান শিবিরে বিশেষভাবে সহযোগিতা করেন বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, তমলুক বাইকার্স, রঙ্গন নাট্যসংস্থা, হিউমিনিটি ইন পাওয়ার ও 18’s eye নামে একটি বাংলা ব্যান্ড। রক্তদাতাদের মধ্যে অন্যতম সেক সাজিদ বললেন , “আগামীকাল বিশ্ব রক্তদাতা দিবস,এমন একটা বিশেষ দিনের প্রাক্কালে রক্তদান করে বেশ আনন্দিত। আজ জীবনের ১৯ তম রক্তদান করলাম। সারা বছর মানুষের পাশে থাকব, মানুষকে এভাবে রক্তদানে উৎসাহিত করব।”

আরও পড়ুনঃ ‘জঙ্গলমহল উদ্যোগ’ সংস্থার উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

সংস্থার পক্ষ থেকে অন্যতম সদস্য অরিজিৎ পাল বলেন, “মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা করোনা আক্রান্ত মানুষের পাশে যেমন দাঁড়িয়েছি তেমনি ইয়াস ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে পৌঁছেছি। আজ আমরা রক্তদান শিবিরের কর্মসূচি গ্রহণ করতে পেরে আনন্দিত। সকল রক্তদাতাদের সংস্থার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী দিনে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে এভাবেই মানুষের পাশে থাকব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here