নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে আবারও এগিয়ে এলেন বামপন্থী ছাত্র-যুবরা। বামপন্থী যুব আন্দোলনের অন্যতম পথিকৃৎ দীনেশ মজুমদারের ৮৯ তম জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হলো ইন হাউস রক্তদান শিবির।
মঙ্গলবার এসএফআই ও ডিওয়াইএফআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এবং রেড ভলান্টিয়ারদের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে উভয় সংগঠনের সদস্য-সদস্যারা ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন।
উল্লেখ্য এদিন সকালে মেদিনীপুর শহরের কর্ণেলগোলায় অবস্থিত এসএফআই ও ডিওয়াইএফআই জেলা অফিসে দীনেশ মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় উভয় সংগঠনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ সাগারদিঘিতে জুয়ার আসরে পুলিশি অভিযান, গ্রেফতার ৩
এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, এসএফআই এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি , সভাপতি সৈয়দ সাদ্দাম আলী, সৌমিত্র ঘোড়াই, সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584