পুলিশ সুপারের উদ্যোগে হাসপাতালে আয়োজিত রক্তদান শিবির

0
65

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

গরমের সময় রক্তের বেশ কিছুটা চাহিদা থাকে। তার ওপর গোটা ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসকে মোকাবিলা করতে লকডাউনই একমাত্র পন্থা। যার জেরে সাধারণ মানুষ এখন গৃহবন্দি। তখনই দেখা যায় ব্যাপক হারে রক্তের চাহিদা। অপরদিকে পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে খুব একটাও রক্তদান শিবির হচ্ছে না।
তাই রক্তদাতা হিসাবে এগিয়ে এলেন তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। তাই ৩১ তম প্রতিষ্ঠা দিবস পালন করল তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।

doctor |newsfront.co
রক্ত দিলেন পুলিশ সুপার। নিজস্ব চিত্র

এদিনের রক্তদান অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি।শুধু নিয়ম রক্ষা করতেই নয়, রীতিমতো সবার সাথে রক্তদান করেন তিনি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনকে শুভেচ্ছা জানালেন।

officer |newsfront.co
স্বেচ্ছায় রক্তদান। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় রাজ্যসরকারের পাশে দাঁড়ালেন অর্চনা মুখোপাধ্যায়

এমনকি পূর্ব মেদিনীপুর জেলার হাসপাতালের ব্লাড ব্যাংক অফিসে এই রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে বিভিন্ন স্তরের প্রায় ৪০ থেকে ৪৫ জন রক্তদাতা রক্ত দান করেন। গরমকালে যে টুকু রক্তের চাহিদা বাড়ে, সেই কারণেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ সুপার নিজেই এগিয়ে এলেন। আবারও পুলিশের এক মানবিক দিক দেখতে পেল সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here