নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ
আজ বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত হয়ে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।এই শিবিবের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর মোরান নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজকের শিবিরে মোট ত্রিশজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।জীবনে প্রথমবারের জন্য যারা রক্তদান করলেন এমন রক্তদাতার সংখ্যা পনেরো।মোরানের সভাপতি কৌশিক বিশ্বাস বলেন,”আরো বেশি বেশি করে নতুন রক্তদাতাকে রক্তদানে সামিল করানো মোরানের একটা লক্ষ্য। এই লক্ষ্যে মোরান আগামীতে শিবিরগুলি আরো সংগঠিত করবে।বিশেষ করে সীমান্তবর্তী পিছিয়ে পড়া গ্রামাঞ্চলে এমন শিবির বছরভর আরো করা হবে। আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন অভিজিৎ সোরেন, আনন্দ কর্মকার,রঞ্জন সরকার,সুদীপ্ত সরকার, দেবরাজ মোহন্ত, চিত্তরঞ্জন মণ্ডল,চঞ্চল টুডু প্রমুখ।
আরও পড়ুনঃ রণডিহা ড্যামে জমিয়ে পিকনিক, কিন্তু নিরাপত্তা…?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584