নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মুমুর্ষু রোগীকে রক্ত পেতে সাহায্য করলো সোশ্যাল মিডিয়া।গ্রীষ্মকালীন রক্তের সংকটে ভুগছে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংক।মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার অসুস্থ হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চন্দ্রকোনা রোডের বাসিন্দা বছর ৬৫’র খগেন্দ্রনাথ দাস। তাঁর রক্ত পরীক্ষা করে জানা যায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে।
খুব তাড়াতাড়ি কমপক্ষে ২ ইউনিট এবি প্লাস গ্রুপের রক্তের প্রয়োজন।ব্লাড ব্যাঙ্ক থেকে এক ইউনিট রক্ত পাওয়া যায়।আর এক ইউনিট রক্তের জন্য চিন্তায় পড়েন খগেন্দ্রনাথ বাবুর ছেলে বিজয় দাস। তিনি তাঁর পরিচিত দের জানান।সেই সূত্রে খবর পৌঁছায় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের কাছে।
আরও পড়ুনঃ কালিগঞ্জ থানার রক্তদান শিবিরে প্রথম রক্তদাতা জেলা পুলিশ সুপার
কুইজ কেন্দ্রের সুদীপ কুমার খাঁড়া,সুভাষ জানা,মণিকাঞ্চন রায়েরা রক্তদানের আবেদন জানিয়ে ফেসবুক সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন।তাঁদের পোস্ট গুলোকে অন্যান্যরা শেয়ার করেন।এতে বেশ কয়েকজন রেসপন্স করেন।তাঁর মধ্যে মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য পেশায় শিক্ষক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সাহাড়দা গ্রামের বাসিন্দা ভাস্করব্রত পতি শুক্রবার সকালেই মেদিনীপুর হাসপাতালে চলে আসেন এবং রক্তদান করেন।
অপরিচিত ভাস্করবাবু যেভাবে তাঁর বাবার জন্য রক্তদানে এগিয়ে এলেন তাতে বিজয় বাবু অভিভূত। পাশাপাশি তিনি ধন্যবাদ জানান তাঁদের, যাঁরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সবার গোচরে আনেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584