শ্যামল রায়,কালনাঃ
প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন এক মহিলা কালনা মহকুমা হাসপাতালে।রক্তের অভাবে সংকটাপন্ন ছিল ওই মহিলা।এ নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল ওই মহিলার।কালনা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে ওই গ্রুপে রক্ত না থাকার কারণে ওই মহিলা সহ পরিবারের লোকজন এরা দিশেহারা হয়ে পড়েন।অবশেষে কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন ওই মহিলাকে এবং শুক্রবার রাতে ওই মহিলার এক পুত্র সন্তান জন্ম নেয়।শনিবার পর্যন্ত ওই মহিলা এবং সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তান সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার নাদন ঘাট থানার অন্তর্গত নয়াপাড়া গ্রামের মামনি বাগ নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়।কিন্তু চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন রক্তের খুব অভাব রয়েছে তার শরীরে। অথচ প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই মহিলা।রক্ত নেই ব্লাড ব্যাংকে।
শেষমেষ খবরটি চাউর হতেই কালনা শহরের মহারাজ উচ্চ বিদ্যালয় ভোকেশনালের ছাত্রী রাজেশ্বরী দে রক্ত দিতে এগিয়ে আসে।ওই ছাত্রীর এ নেগেটিভ রক্ত থাকার কারণে শুরুতেই ওই মহিলা রক্ত পান এবং সুস্থ সন্তান প্রসব করেন।
হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন যে কয়েকদিন এই ধরনের ঘটনা ঘটেছিল হাসপাতালে। সেক্ষেত্রেও এক মহিলা প্রাণে বেঁচে গিয়েছিল রক্ত দেয়ার ফলে। সাত দিন কাটতে না কাটতেই ফের এই ধরনের ঘটনায় নজির সৃষ্টি করলো কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় এর ভোকেশনাল করছেন এক ছাত্রী রাজেশ্বরী দে।
মুমূর্ষু রোগী মামনি বাগের পরিবারের তরফ থেকে ওই ছাত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।
(ছবি- সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584