শ্যামল রায়,মঙ্গলকোটঃ
শুক্রবার মঙ্গলকোট ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ থাকে যে বৃহস্পতিবার আটটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই বোর্ড গঠনের কাজ শেষ করে ফেলেছে তৃণমূল কংগ্রেস।এদিন শিমুলিয়া এক গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য শেষে প্রধান নির্বাচিত হয়েছেন মাধব চন্দ্র দাস ও উপপ্রধান ফদর খা।
কৈচর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন সুফল প্রধান ও উপপ্রধান হয়েছেন বিশ্বজিৎ দে।মাঝিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন মাধবি ঘোষ উপপ্রধান বসিরউদ্দিন শেখ।

নিগন গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন রিতা রজক উপপ্রধান হয়েছেন সুমন চন্দ্র দাস।কৈচর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন মিনতি রানী ঘোষ উপপ্রধান ইনামুল হক। ভাল্য গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন পার্বতী ঘোষ উপপ্রধান হয়েছেন দোলেন মাঝি। খির গ্রামে পঞ্চায়েত প্রধান হয়েছেন অভিজিৎ সামন্ত এবং উপপ্রধান মানু মাঝি।
এছাড়াও কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির আলমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন নজরুল ইসলাম উপপ্রধান হয়েছেন রাখি ঘটক। গীত গ্রামে পঞ্চায়েত প্রধান হয়েছেন রহিমা খাতুন ও উপপ্রধান হয়েছেন কাশেম শেখ। এছাড়াও সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন শিউলী দোলেন ও উপপ্রধান হয়েছেন অসিত হাজরা।পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা ছিল এবং মিছিল করে এলাকা ঘুরে এবং আবির খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থকরা। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় ও মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরি মুন্সি রেজাউল হক মেহেবুব চৌধুরীসহ অনেকে।কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মী সমর্থকরাও আবির খেলে মিছিল করে এলাকায়।
আরও পড়ুনঃ মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা,গ্রেফতার দুই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584