আবিরে বাজনায় মন্তেশ্বরে পঞ্চায়েত বোর্ড গঠন

0
187

শ্যামল রায়,কালনাঃ

শুক্রবার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ১৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। বাকি ছয়টি গ্রাম পঞ্চায়েতে আগামীকাল বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে সাতটি গ্রাম পঞ্চায়েত হলো যথাক্রমে বাঘাসন গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ শেষে প্রধান নির্বাচিত হয়েছেন চন্দনা রায় উপপ্রধান নির্বাচিত হয়েছেন প্রসন্ন মন্ডল।এছাড়াও মামুদপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন মেহেরুন নেসা বেগম উপপ্রধান শুভেন্দু মল্লিক।পুটশুড়ী গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ ও উপপ্রধান সোমা মাঝি। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন অর্চনা বাগ ও উপপ্রধান রফিকুল ইসলাম।বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন রিম্পা রজক দাস উপপ্রধান ফরিদা বিবি।

নিজস্ব চিত্র

শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন পার্থ ঘোষ উপপ্রধান পার্থসারথি দে‌।
দেনুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন কাদাম হোসেন শেখ ও উপপ্রধান প্রভাতী দুলুই নির্বাচিত হয়েছেন।মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক জানিয়েছেন যে আমরা জানতাম দেরিতে হলেও আদালতের রায় তৃণমূল কংগ্রেসের জয় হবে। আজ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পেরে নিজেরাই ভীষণ আপ্লুত এবং খুশি।এদিন সকাল থেকে কর্মী সমর্থকরা বাজনা নিয়ে আবির খেলে আনন্দ উপভোগ করেছেন।আমরা চাই আগামী দিন এলাকার  উন্নয়নে তৃণমূল কংগ্রেস সবসময় কাজ করে যাবে।উন্নয়নের জোয়ারের গতি আরো গতিশীল করার দিকে আমাদের নজর থাকবে।জয়ী প্রধান উপ প্রধানরা এবং নেতৃত্ব বর্গ মিছিল করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ সৌর বিদ্যুৎ প্রকল্প কেতুগ্রামে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here