শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে ভুরিভুরি, হয়েছে একাধিক মামলাও। প্রাথমিক শিক্ষা সংসদের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির একটি মামলায় কলকাতা হাইকোর্ট নিয়োগের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছিল। বুধবার প্রায় ৪২ হাজার শিক্ষক নিয়োগের একটি তালিকা আদালতে জমা দেয় সংসদ। মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ায় সে নিয়েও প্রশ্ন তোলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।
এদিন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে জেলাওয়াড়ি রিপোর্ট জমা দেয় সংসদ। তালিকায় ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রায় ৪২ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে বলেই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে।
আরও পড়ুনঃ টুলকিট মামলায় ছত্তিশগড় সরকারের আপিল শোনার আবেদন খারিজ শীর্ষ আদালতের
যদিও এই তালিকা প্রসঙ্গে অভিযোগ তুলেছেন মামলাকারীর আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ী। তার বক্তব্য, দিন কয়েক আগেই প্রাথমিকে ১৬ হাজার ৫০০ চাকরিপ্রার্থীকে নিয়োগের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে জমা দেওয়া তালিকার সঙ্গে সাম্প্রতিক নিয়োগের তালিকাও যোগ করা উচিত ছিল। তা হলে এযাবৎ নিয়োগের সঠিক সংখ্যা পাওয়া যেত। কিন্তু তা করেনি সংসদ। বুধবার মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়েছে যে, জমা দেওয়া তালিকা খতিয়ে দেখে ১৫ নভেম্বরের মধ্যে একটি রিপোর্ট পেশ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584