নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সোমবার সকাল নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর থেকে মহিষাদলের দুপুরে আসার পথে রূপনারায়ণ নদীতে নৌকা উল্টে একাধিক নৌকো যাত্রী নিখোঁজ।
যার মধ্যে এখনও পর্যন্ত ৩৬ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছে জেলা প্রশাসন। জানা যায়, জোয়ারের ধাক্কায় আছে এই ভয়ানক বিপত্তি।
সোমবার কলকাতার মিলেনিয়াম পার্কে জলপথ সুরক্ষা প্রকল্পে ছত্রিশটি ধরার নৌকা এবং এগারটি উন্নত জলযানের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, যে ঘাটে ওই নৌকাটি আসছিল সেটা সম্পূর্ণ বেআইনি ঘাট। ওটা জাতীয় জলপথের জায়গা, এলাকার বাসিন্দা লক্ষণ পাল বলে আছেন উনি বেআইনিভাবে এই নৌকা পারাপার করছেন। আমরা অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ঘাটে নামকরণ করা হয়েছে যেখানে যাত্রীদের সুরক্ষার্থে সিসিটিভি ক্যামেরা সহ লাইফ জ্যাকেটের বন্দোবস্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে গঙ্গা পদ্মার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে
আমরা ইতিমধ্যেই লক্ষণ পালের নামে আইনি ব্যবস্থা নেব, কারণ ওখান থেকে যেসব নদীতে পারাপার করা হয় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584