মৃতদেহ সৎকারে বাধা, মৃতের ঠাঁই হাসপাতালের মর্গে

0
160

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার উত্তরবাসুটিয়া গ্রামের ৩১ বছর বয়সী প্রতিভা মুখার্জি নামে ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে আঠাশে এপ্রিল মঙ্গলবার চিকিৎসার জন্য ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ২৯ এপ্রিল বুধবার ক্যান্সার আক্রান্ত প্রতিভা মুখার্জি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।

dead body | newsfront.co
প্রতীকী চিত্র

এরপর তার পরিবারের লোকেরা মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশানঘাটে মৃতদেহ দাহ করার জন্য উদ্যোগ নেয়। কিন্তু সেখানে তারা মৃতদেহ দাহ করতে বাধা পায়। এরপর মৃত মহিলার পরিবারের লোকেরা মৃতদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেয়, কিন্তু গ্রামবাসীরা ওই মৃতদেহ গ্রামে দাহ করতে দেবে না বলে তার পরিবারকে জানিয়ে দেয়। করোনা ভাইরাসের আতংক মানুষকে গ্রাস করে ফেলেছে। যার ফলে ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর পর তার মৃতদেহ গ্রামের শ্মশানে দাহ করতে বাধা দিচ্ছে গ্রামবাসীরা।

আরও পড়ুনঃ নেশার আসরে বিরক্ত করায় কুকুরকে খুন, আটক ১

অবশেষে মৃতার পরিবারের লোকেরা পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ ও স্বাস্থ্য দফতরের কাছে বিষয়টি জানায়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষে বেলদা থানার পুলিশের সাথে যোগাযোগ করা হয়। তবে গ্রামবাসীরা বেলদা থানার পুলিশকে জানিয়ে দেয় ওই মহিলার দেহ গ্রামে তারা দাহ করতে দেবে না। যার ফলে তার পরিবারের লোকেরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত দেহ রেখে চলে যায়।

ওই ঘটনার ফলে মেদিনীপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মরে গিয়েও ওই মহিলা শান্তি পায়নি বলে তার পরিবারের লোকেরা জানায়। তাই তার মৃতদেহ সৎকারে বিভিন্ন এলাকায় বাধা দেওয়া হয়। অবশেষে তার পরিবারের লোকেরা মৃতদেহ না নিয়ে যাওয়ায় ৩০ এপ্রিল বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃতদেহ টি রাখার সিদ্ধান্ত নেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here