নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ইসলামপুর এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সমগ্র এলাকায় ৷ জানা গিয়েছে ওই মহিলার মৃতদেহে ক্ষতের চিহ্ন থাকায় ধর্ষণ করে খুনের অভিযোগ এনেছে এলাকাবাসীরা । মৃতার নাম মিনা কেঁড়ায়, বয়স আনুমানিক ৪০ বছর ৷

আরও জানা যায় ওই মৃত মহিলার বাড়ি বিরুনিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় ডেবরা থানার পুলিশকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি মৃতা। রবিবার সকালে দেহ উদ্ধারের পর রীতিমত ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মৃতা ঐ মহিলা দিনমজুরের কাজ করত বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

আরও পড়ুনঃ বিধাননগরে অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক আটক,পলাতক চালক
ঘটনার পিছনে কে বা কারা জড়িত, তার খোঁজে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।এদিকে ঐ ঘটনার প্রতিবাদে সঠিক তদন্তের দাবিতে ডেবরা সবং রাজ্য সড়কের গোদাবাজারে অবরোধ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি ঘটনাটি ধর্ষণ করে খুনের ঘটনা। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584