নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের সঙ্গে সঙ্গে ব্যাপক বোমা বাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল ৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর অঞ্চলের হরিপুর এলাকায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার বিধায়ক বিক্রম প্রধান অভিযোগ করে বলেন, বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করতে না পেরে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য হরিপুর গ্রামে তৃণমূলের অঞ্চল কার্যালয়ে ভাঙচুর করে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনে অভুক্ত ছিল গুজরাট- দাবি সমীক্ষা রিপোর্টে
ওই এলাকায় শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে। তাই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মানুষকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় রাখার জন্য বিজেপি সুকৌশলে ওই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে পথ অবরোধ বিজেপির
ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে হরিপুর গ্রামে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় । ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান ,তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র, দাঁতন ২ ব্লক তৃণমূলের সভাপতি শৈবাল গিরি সহ আরও অনেকে। ওই প্রতিবাদ সভায় বিধায়ক বিক্রম প্রধান বলেন, বোমাবাজি করে,এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল কংগ্রেসকে বিজেপি কর্মীরা ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দমিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন ওই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বেলদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান। তিনি বলেন যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই দাঁতন বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় সুকৌশলে বিজেপি তৃণমূল কর্মীদের উপর হামলা করছে , তৃণমূলের কার্যালয়ে হামলা চালাচ্ছে। ওই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, রাতের অন্ধকারে চোরের মত তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ ত্রিশ সালের মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি দু’শো মিলিয়ন দাবি সমীক্ষায়
এই এলাকার মানুষ বিজেপিকে আগামী দিনে উপযুক্ত জবাব দেবে। তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখার জন্য জানানো হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সেই সঙ্গে তিনি বলেন যেভাবে রাজ্যজুড়ে বিজেপির সন্ত্রাস সৃষ্টি শুরু করেছে একই ভাবে দাঁতন বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস করছে। সেই সঙ্গে তিনি বলেন লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল বিজেপি।
আরও পড়ুনঃ আরও চাপে সরকার! কৃষক নেতাদের ইগো সরিয়ে আলোচনার আহ্বান কেন্দ্রের
বিজেপির চালাকি ধরে নিয়ে এবং তাদের ভুল হয়েছে বুঝতে পেরে বিজেপি দল ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল দলে যোগদান করছেন। যার ফলে বিজেপির পায়ের তলায় মাটি নেই ভেবে দুষ্কৃতীদের দিয়ে তৃণমূলের কার্যালয়ে ও তৃণমূল কর্মীদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটিয়ে হামলা চালাচ্ছে।
তবে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাশ। তিনি বলেন ওই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584