নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেলদার হরিপুরে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজির অভিযোগ উঠল। তাজা বোমা উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলদা থানার হরিপুর এলাকায় সোমবার রাতে ঘটনাটি ঘটে।
তৃণমূল কংগ্রেস পরিচালিত হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন দাস অভিযোগ করে বলেন সোমবার ওই এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকেই বিজেপি নেতারা অশ্রাব্য ভাষায় তৃণমূল কংগ্রেসকে গালাগালি করার পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন।
সভা শেষ করার পর বিজেপি কর্মীরা যখন বাড়ি ফিরছিল তখন তারা হরিপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী অনিল প্রামানিক, মদন পট্টনায়েক, কানাইলাল মহাপাত্রের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুনঃ শালবনীতে সব্জি লুট করে খেল হাতি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিক্রেতা
সেই সঙ্গে অনিল প্রামানিকের বাড়ির সামনে একটি শক্তিশালী তাজা বোমাও রেখে যায় বলে অভিযোগ। অনিল প্রামানিকের বাড়ির দেওয়াল কার্যত ভেঙে গিয়েছে বোমা ছুঁড়ে মারার ফলে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিতভাবে বেলদা থানায় অভিযোগ জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে বেলদা থানার পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন, “বিজেপি সিপিএম ছেড়ে যখন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তখন তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় ও হুমকি দেখিয়ে চুপ করে রাখার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সোমবার রাতে দলীয় কর্মীদের বাড়িতে বোমা ছুঁড়েছে।”
আরও পড়ুনঃ মাথাভাঙায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ
তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করে বলেন এলাকা যখন শান্ত রয়েছে, তখন শান্ত এলাকাকে অশান্ত করে তোলার জন্য সুপরিকল্পিতভাবে বিজেপি তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে। সোমবার রাতের ওই ঘটনার কথা তিনি পুলিশকে দেখার জন্য আবেদন জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ অতীত ভুললে ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না- নন্দীগ্রামে বললেন শুভেন্দু
বিক্রম প্রধান আরও বলেন যে দুই-একদিনের মধ্যে ওই এলাকায় সভা করে ওই ঘটনার প্রতিবাদ জানানো হবে। তবে ওই ঘটনার তীব্র নিন্দা করে মঙ্গলবার বিকালে তৃণমূল যুব কংগ্রেসের নেতা ইফতিকার আলীর নেতৃত্বে কয়েকশো তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী মিছিল করে বিজেপির ওই ঘটনার তীব্র নিন্দা জানান।
ইফতিকার আলী বলেন, রাতের অন্ধকারে চোরের মতো এলাকাকে অশান্ত করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ও সিপিএমের হার্মাদরা একসঙ্গে হাত ধরে ওই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। ঊর্ধ্বতন নেতৃত্বকে তিনি বিষয়টি জানিয়েছেন বলে জানান। তবে তৃণমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584