অমিতের সভার আগে ভাঙচুর-বোমাবাজি, উত্তপ্ত কেশপুর

0
400

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভার আগেই ফের উত্তপ্ত কেশপুর। অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠকের পরেই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি- ভাঙচুরের ঘটনা ঘটল । গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে ফেটে যাওয়া বোমের সুতলি। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা আনন্দপুর থানার বনকাটা, রাজারডাঙা এলাকায়।

Keshpur | newsfront.co
শুনশান এলাকা ৷ নিজস্ব চিত্র

বিজেপির দাবি, বুধবার রাতে এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করার পরই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। ইউসুফ শা নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই গ্রামে আসে আনন্দপুর থানার পুলিশ।

Explosive | newsfront.co
পরিত্যক্ত বোমের সুতলি ৷ নিজস্ব চিত্র

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মেদিনীপুরে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠক সারতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু দাবি জিতেন্দ্রর

Anandapur police station | newsfront.co
নিজস্ব চিত্র

একই ভাবে বুধবার আনন্দপুর থানার বনকাটা এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করে বিজেপির নেতাকর্মীরা। বিজেপি কর্মীরা বৈঠক সেরে বাড়ি ফেরার সময় অতর্কিতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার! রাস্তা-সেতুর দাবিতে ক্ষোভ দেওগাঁওতে

ঘটনার পর রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনা প্রসঙ্গে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে , তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here