নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
করোনা আতঙ্কের মধ্যে বাড়ির সামনে বোমা মারার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং কালীঘাট রোড এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ।
পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সরেজমিনে তদন্ত করে আসেন। বুধবার দুপুরে ওই বাড়ির মালিক কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন যেভাবে জেলায় করোনা আক্রান্তের খবর আসছে তা নিয়ে তারা খুবই আতঙ্কিত।
তারপর রাত ১ টা নাগাদ কিছু দুষ্কৃতী অনিমা সরকারের বাড়ির সামনে হঠাৎ বোমাবাজি করে। তাতে ওই বাড়ির মালিক ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। যারা এই এলাকা অশান্ত করার চেষ্টা করছে পুলিশ যেন তাদের অবিলম্বে গ্রেফতার করেন বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুনঃ লকডাউনের সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল নয়াগ্রামে
জানা গিয়েছে, গতকাল রাত ১ টা নাগাদ ২ নং কালীঘাট রোডের বাসিন্দা অনিমা সরকারের বাড়ির সামনে কিছু দুষ্কৃতীরা অসামাজিক কাজ করার জন্য হয়তো একটা শক্তিশালী বোমা ফাটায়। তারপরে ওই বাড়ির লোকজন বিকট আওয়াজ শুনে বাড়ির বাইরে বেড়িয়ে আসলেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। তার ফলে অনিমা সরকারের বাড়ির লোকজন এবং এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পুরো বিষয়টা দেখে তদন্ত শুরু করেন। কোচবিহারের কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, কোচবিহার ২নং কালীঘাট রোড এলাকায় রাতের অন্ধকারে অনিমা সরকারের বাড়ির সামনে কে বা কারা একটি সুতলি বোম ফাটায়। আজ ওই বাড়িওয়ালা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584