নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ৪নং দশগ্রাম অঞ্চলের কোলন্দা গ্রামে। বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শনিবার রাতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে।
এরপর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় বোমাবাজি করে তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বের। বিজেপি কর্মীদের তিনটি বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এলাকার গোটা রাস্তা জুড়ে বোমের দাগ ও বোমের খোলা সুতলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রবিবার বিকেল পর্যন্ত।
বিজেপি নেতা শান্তুনু সাউ জানান, “আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূলের দুস্কৃতীরা।আমরা আলোচনা করে থানায় অভিযোগ জানাচ্ছি। না হলে আমরা ব্যবস্থা নেব।” অন্যদিকে তৃণমূলের তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা সংক্রামিত রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী
তৃণমূল যুবনেতা আবু কালাম বক্স জানান, “এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। পদ নিয়ে ঝামেলা। এখানে তৃণমূলের কোন হাত নেই। ওখানে আমাদের তৃণমূল অনেক শক্তিশালী। সিপিএম, কংগ্রেস থেকে যারা বিজেপিতে গিয়েছে, তাদের নিজেদের মধ্যে এই ঝামেলা।”
আরও পড়ুনঃ সীতারামের হয়ে রাস্তায় দলীয় নেতৃত্ব
ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে সবং থানার পুলিশ, ডেবরার এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584