মনিরুল হক, কোচবিহারঃ
তৃনমূল নেতার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুঁটিমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের বালাকুড়া এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরে সকাল হতে না হতেই ওই নেতার বাড়িতে ভিড় জমতে শুরু করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ এবং পুলিশ ঘটনাস্থলে এসে সরে জমিনে দেখে বোমার সরঞ্জাম গুলি উদ্ধার করে নিয়ে যান বলে জানা গিয়েছে।
অভিযোগ, স্থানীয় তৃনমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল যুব সভাপতি অতুল শর্মার বাড়িতে রাত ১২ টা নাগাদ দুইটি বাইকে করে ওই দুষ্কৃতীরা আসে এবং ওই তৃনমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। পরে নেতার পরিবারের লোকজন বাড়ির বাহিরে বেরিয়ে আসতে না আসতে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
আরও পড়ুনঃ কোলাঘাটে বাসের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান হয়। অভিযোগ, লোকসভা ভোটের পর থেকে কিছু দুষ্কৃতী সক্রিয় হয়ে উঠেছে এলাকায়। তারাই এখনও পর্যন্ত এই এলাকায় নানান অসামাজিক কাজ কর্ম করে বেড়াচ্ছে। তারাই এই কাজ করেছে বলে প্রাক্তন যুব নেতার পরিবারের অভিযোগ।
আরও পড়ুনঃ সাংবাদিকদের আইনি হেনস্থার প্রতিবাদ করে মোদীকে চিঠি আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের
স্থানীয় তৃনমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল যুব সভাপতি অতুল শর্মা বলেন,গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ আমার বাড়ি লক্ষ্য করে বোমা মারার চেষ্টা করে। কিন্তু কোন কারণে তারা আমার বাড়ির মন্দিরের পিছনে বোমাবাজি করে। গ্রামে আমার সাথে কারও শত্রুতা নেই। কে বা কারা এই বোমা বাজি করলো তা জানা নেই। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান হয়েছে। ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা দাবি জানাচ্ছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584