পিয়ালী দাস, বীরভূমঃ
সিউড়ি থানার কাকুরিয়া গ্রামের একটি পুকুর পাড়ে মজুদ থাকা বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে যায় গ্রামবাসীরা। প্রচুর কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী।
তবে এই বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তের পর সিউড়ি থানার পুলিশের অনুমান, এলাকায় অশান্তি তৈরীর জন্য দুষ্কৃতীরা বোমা মজুদ করেছিল। তবে কে বা কারা এই বোমা রেখে গেছে সে নিয়ে এখনও ধন্দে পুলিশ।
আরও পড়ুনঃ রোমিও বাইক বাহিনী ঠেকাতে আলিপুরদুয়ারে তৎপর পুলিশ
ফেটে যাওয়া বোমার কিছুটা অংশ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, যেখানে বোমা মজুদ রাখা ছিল সেখানে গ্রামের ছোট বাচ্চারা প্রত্যেকদিন নিয়ম করে খেলতে যায়। যদিও আজকে বিস্ফোরণের সময় সেখানে কোন শিশু উপস্থিত ছিল না।
কোনভাবে যদি সেই সময় গ্রামের শিশুরা সেখানে খেলতে যেত তাহলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পাড়ত বলে গ্রামবাসীদের অনেকের দাবি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে এই বোমা মজুদ রাখার পেছনে হাত রয়েছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের।
বিজেপির এই দাবি নস্যাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, বোম বারুদের রাজনীতি তৃণমূল কংগ্রেস কর্মীরা করে না। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় বিভিন্ন জায়গায় বোমা মজুদ করছে, নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরী করতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584