হেতমপুরে সরকারি হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্রে বোমা বিস্ফোরণ

0
67

পিয়ালী দাস,বীরভূমঃ

বীরভূমের দুবরাজপুর থানার হেতমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চম্পানগরী গ্রামে একটি সরকারি হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্রে বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণের তীব্রতার জেরে স্বাস্থ্য কেন্দ্রের একাংশ সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী।

bomb blast | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে সেখানে ছুটে আসে বোম স্কোয়াড। গোটা এলাকাটি ঘিরে রাখা হয় পুলিশের তরফে। গ্রামের বাসিন্দা শেখ ইউনুস জানিয়েছে, লকডাউনের কারণে গত ৫ মার্চ থেকে বন্ধ হয়ে পড়ে আছে এই দাতব্য চিকিৎসালয়টি। সেটারই সুযোগ নিয়ে গ্রামের কিছু দুষ্কৃতী এখানে আখড়া জমায়।

আরও পড়ুনঃ ‘কাশ্মীর টাইমস’ সংবাদপত্রের অফিস সিল! প্রশাসনের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ সম্পাদকের

সম্ভবত তারাই কোন দুষ্কর্ম করার জন্য বোমা মজুত করেছিল। কিন্তু কোন কারণে মধ্যরাতে বোমা গুলো ফেটে যায়। আতঙ্কে বাড়ি থেকে কেউ বের হতে পাড়েনি।

বোমা বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল জানিয়েছে,”সমাজে যত রকম প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে এই সরকারের আমলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।” যদিও দুবরাজপুরের তৃণমূল নেতা পীযূষ পান্ডে জানিয়েছেন, “যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বাইরে থেকে দুষ্কৃতী আমদানি করছে বিজেপি।

আরও পড়ুনঃ মোবাইল গেমে সিভিক ভলান্টিয়ার ব্যস্ত থাকায়, পথদুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যুর অভিযোগ কোচবিহারে

তারাই এলাকায় এলাকায় বোমা মজুদ করছে, নির্বাচনের সময় অশান্তি তৈরি করবে বলে। গত লোকসভা নির্বাচনের সময় ভারতী ঘোষ হুমকি দিয়েছিলেন উত্তর প্রদেশ থেকে দুষ্কৃতী নিয়ে এসে বাংলায় অশান্তি তৈরি করবেন। তারই প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here