নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়ি লক্ষ্য করে বুধবার সকালে বোমাবাজির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। অভিযোগ, সকাল ৬ টার কিছু পরে সাংসদের বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা মারে কিছু দুষ্কৃতি, সঙ্গে চলে অশ্লীল গালিগালাজও। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না সাংসদ, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় বাহিনী পাহারায় থাকা সত্বেও কিভাবে বোমাবাজির ঘটনা ঘটলো সাংসদের বাড়ির সামনে।
ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, সাংসদের বাড়ির গেটে বোমার দাগ রয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন তৃণমূলকে। তাঁর দাবি,’ অর্জুন সিং বিজেপি করেন তাই তৃণমূলের গুন্ডারা বোমাবাজি করেছে। তৃণমূলের সামনে অর্জুন সিং মাথা নত করেননি বলেই বারবার হামলা চালানো হচ্ছে’। পাশাপাশি তৃণমূলের দাবি, বিজেপির দলের ভেতরের দ্বন্দ্বের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে।
West Bengal: Security personnel present near the residence of BJP MP Arjun Singh in North 24 Parganas
"Bomb explosions outside the residence of Member of Parliament Arjun Singh this morning is worrisome," tweeted West Bengal Governor Jagdeep Dhankhar pic.twitter.com/Gg2XzhQmsr
— ANI (@ANI) September 8, 2021
আরও পড়ুনঃ হাইকোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন শুভেন্দু, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
সাংসদের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে হিংসা আর থামছে না। সংসদ সদস্য অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষেও উদ্বেগজনক।’ রাজ্যপাল জানান, এই বিষয়ে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে এমনটাই আশা করছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584