আবারও তাজা বোম উদ্ধার মুর্শিদাবাদে

0
113

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের নবগ্রামে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করল তাজা বোমা। নবগ্রাম থানার মহুরুল অঞ্চলের হিজরোল গ্রাম সংলগ্ন মাঠে গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ প্রায় ১০ টি তাজা বোমা উদ্ধার করে।

Nabagram
নবগ্রামে উদ্ধার তাজা বোমা। নিজস্ব চিত্র

কে বা কারা কি কারনে এখানে বোম মজুদ করেছিল তার তদন্ত করছে নবগ্রাম থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোম স্কোয়াডকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে এখনো এসে পৌঁছায়নি। সম্ভবত আগামীকাল বোমগুলি নিষ্ক্রিয় করা হবে।

Beldanga
বেলডাঙার সত্তরপুর শীতলতলার মাঠে উদ্ধার সকেট বোমা। নিজস্ব চিত্র

অপরদিকে বেলডাঙা থানার অন্তর্গত সত্তরপুর শীতলতলার মাঠে একটি বাগানের দুটি জায়গায় উদ্ধার হল সকেট বোমা। মাঠে যাওয়ার সময় সাধারণ মানুষের চোখে পড়ে ব্যাগ দুটি। তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে ওই স্থানে পৌঁছয় পুলিশ, ব্যাগের ভিতর দেখা যায় বোমগুলো। তারপরে শুরু হয় পুলিশি প্রহরা, তবে কে বা কারা রেখে গেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুনঃ মাটিয়া ধর্ষণ কান্ডে নির্যাতিতা ১১ বছরের কিশোরীর মেডিক্যাল রিপোর্ট ও কেস ডায়রি তলব হাইকোর্টের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here