মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মুম্বইয়ের চার জায়গায় বোমা রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে খোদ অমিতাভ বচ্চনের বাড়িও। শুক্রবার রাতে মুম্বই পুলিশের মেইন কন্ট্রোল রুমে এমনই একটি উড়ো ফোন আসে। সেখানে এক ব্যক্তি জানান বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে ও মুম্বইয়ের তিনটি স্টেশনে বোমা রাখা হয়েছে। মধ্যরাতে অচেনা হুমকি ফোনের ধাক্কায় শোরগোল মুম্বইয়ে। রাতারাতি শুরু হয় তল্লাশি। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, ওই ফোনটি ছিল নেহাতই ভুয়ো। কে বা কারা এর পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে পুলিশ কন্ট্রোল রুমে একটা ফোন আসে। সেখানে বলা হয়, শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে লুকিয়ে রাখা আছে বোমা। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা, দাদর রেলস্টেশন এবং অমিতাভের জুহুর বাংলো। তাড়াতাড়ি না পৌঁছলে বিস্ফোরণে হাজার হাজার মানুষ প্রাণ হারাবে।
এই খবর পেতেই উল্লেখিত স্থানগুলিতে পৌঁছয় পুলিশ, জিআরপি ও বম্ব স্কোয়াড। যদিও সেখানে গিয়ে কিছুই পাওয়া যায়নি। ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। তবে সবগুলি স্থানেই পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে কড়া প্রহরা। ভুয়ো ফোন করেছিলেন যে ব্যক্তি, তাঁর মোবাইলের লোকেশন ট্রাক করে খোঁজ চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ রিলায়েন্স ও ফিউচার গ্রুপের চুক্তি কার্যকরে ‘না’, সুপ্রীম কোর্টে জয় অ্যামাজনের
উল্লেখ্য, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস ও দাদার রেলস্টেশন অন্যতম জনবহুল স্টেশন। প্রতিদিনই এখানে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। অন্যদিকে, অমিতাভ বচ্চনের বাড়ি মুম্বই ঘুরতে আসা পর্যটকদের জন্য অন্যতম দর্শনীয় স্থান। প্রতি রবিবার দর্শকদের সঙ্গে দেখাও করেন শাহেনশাহ। ফলে এই ধরণের ফোনকে গুরুত্ব না দিয়ে থাকতে পারেনি মুম্বই পুলিশ।
আরও পড়ুনঃ বিচারপতিদের হেনস্থা করা হলে সহযোগিতা মেলে না কেন্দ্রীয় গোয়েন্দাদের, অভিযোগ এনভি রমান্নার
এর আগে ১৯৯৩ সালে মুম্বইয়ে ঘটেছিল ভারতের মাটিতে ঘটা অন্যতম ভয়ংকর নাশকতামূলক ঘটনা। সরকারি হিসেবে ২৫৭ জনের মৃত্যু হলেও বেসরকারি মত, মৃতের সংখ্যা ৩০০-র বেশি। সেই মৃত্যুমিছিলের পর থেকেই সারাজীবনের মতো মুম্বইবাসীর মনে বোমাতঙ্ক স্থায়ী পেয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584