ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বিতর্কিত সংবাদ সঞ্চালক অর্ণব গোস্বামীর আবেদনে সাড়া দিল না বোম্বে হাইকোর্ট। রিপাবলিক টিভি ও তার বিরুদ্ধে দায়ের হওয়া নাগপুর ও মুম্বাইয়ের এফআইআর থেকে মুক্তির আবেদন খারিজ করে দিল কোর্ট। সঙ্গে পুলিশ জেরা থেকে বাঁচার জন্য অর্ণব যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিল কোর্ট। তবে তাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ ।
গত ১৯ শে মে সুপ্রিম কোর্টও সমস্ত এফাআইআর থেকে মুক্তি চেয়ে ঘটনায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেয়।
অর্ণবের হয়ে লড়াই করা আইনজীবী হরিশ সালভে ও মহারাষ্ট্র সরকারের হয়ে সওয়ালকারী আইনজীবী কপিল সিব্বলের দীর্ঘ সওয়াল জবাবের পর বোম্বে হাইকোর্টের জাস্টিস উজ্জল ভূয়ান ও জাস্টিস রিয়াজ চাগলার বেঞ্চ অর্ণবকে আগামীকাল এনএম জোশী পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু একই সঙ্গে তাকে গ্রেপ্তার হওয়া থেকে স্বস্তি দেন। মামলার পরবর্তী শুনানি ১২ ই জুন।
গত ২১ এপ্রিল তার টিভি চ্যানেল রিপাবলিক টিভিতে মহারাষ্ট্রের পালঘরের গণপিটুনিতে দুজন সাধুসহ তিনজনের হত্যার ঘটনা নিয়ে তিনি একটি অনুষ্ঠান করেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি অনুষ্ঠানে পালঘরের ঘটনায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চেয়েছেন, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে দাঙ্গা বাধানোর অপপ্রয়াস চালিয়ে তিনি সংবাদ মাধ্যমের অপব্যবহার করছেন। এছাড়াও মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনের বাইরে শ্রমিকদের জমায়েতকেও সাম্প্রদায়িক ইস্যু বানানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:করোনা আক্রান্ত বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
পাশাপাশি উক্ত ২১ তারিখের অনুষ্ঠানে অর্ণব গোস্বামী পালঘরের ঘটনায় কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মস্থান ইতালির প্রসঙ্গ উল্লেখ করে প্রকাশ্য টিভি চ্যানেলে সোনিয়া গান্ধীর মানহানি করেছেন বলে অভিযোগ ওঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584