ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
মুম্বাইয়ে মিউজিক ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র, টি-সিরিজের মালিক গুলশন কুমার খুন হন ১৯৯৭ সালের ১২ অগাস্ট। জুহুর কাছে জিৎ নগরের এক মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় কয়েকজন দুষ্কৃতী গুলি করে হত্যা করে তাঁকে।
ঘটনার তদন্তের পরে মুম্বাই পুলিশ ২৬ জন অভিযুক্তের নাম সহ ৪০০পাতার চার্জশিট জমা দেয় আদালতে। ২৬ জন অভিযুক্তের মধ্যে নাম ছিল দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ আব্দুল রউফের। মামলার রায় ঘোষণা হয় ২০০২ সালে। সাজা হয় আব্দুল রউফের, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। সুরকার নাদিম আখতার সৈফিরও নাম ছিল চার্জশিটে। টিপস ক্যাসেট কোম্পানির মালিক রমেশ তৌরানীকে ও এই হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিস। ঘটনার পর থেকেই নাদিম পালিয়ে যান লন্ডনে। গ্রেপ্তার করা হয় দাউদ ঘনিষ্ঠ আব্দুল রউফকেও।
Gulshan Kumar Murder: Bombay High Court Sentences Abul Rauf Merchant And Abdul Rashid To Life,Uphold Acquittal Of Ramesh Taurani @CourtUnquote https://t.co/E8BKNRQwWp
— Live Law (@LiveLawIndia) July 1, 2021
আরও পড়ুনঃ ‘ফেডারেল বিচারপতি’ পদে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত শালীনা ডি কুমার
২০০৯ সালে প্যারোলে ছাড়া পান রউফ এবং কোনভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে বাংলাদেশে পালিয়ে যান। বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ এবং ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হয় সেখানেও। ছাড়া পাওয়ার পর সন্ত্রাসবাদী যোগাযোগের কারণে ২০১৪ সালে ফের গ্রেপ্তার করা হয় তাকে এবং বাংলাদেশ সরকার ভারতের হাতে প্রত্যর্পণ করে আব্দুলকে।
আরও পড়ুনঃ শিশুদের শরীরে এখনই কোভোভ্যাক্সের ট্রায়াল নয়, জানাল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা
ইতিমধ্যে গুলশন কুমার হত্যায় আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে আপিল করেন আব্দুল রউফ। বৃহস্পতিবার তাঁর আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। রউফের ক্রিমিনাল রেকর্ড ও দীর্ঘ সময়ের জন্য ফেরার হয়ে যাওয়ার ঘটনা মাথায় রেখে আদালত নির্দেশ দেয় যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানো হবে না রউফের। গুলশন কুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী রমেশ তৌরানিকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ারও বিরোধিতা করে বম্বে হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584