থুতনির নিচে মাস্ক পরলে কড়া পদক্ষেপের নির্দেশ আদালতের

0
68

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

থুতনির নিচে মাস্ক পরলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। এই মর্মে নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট। বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি বিইউ দেবাদওয়ারের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায় যে, মাস্ক না পরে যারা বাইরে যাচ্ছে বা হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Mask Must | newsfront.co
প্রতীকী চিত্র

অনেকেই হেলমেটটা মোটরবাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে রাখে, পুলিশ দেখলে ফাইন থেকে বাঁচার জন্য সেটা পড়ে নেয়-এটা মোটেই কাম্য নয় বলে জানায় আদালত। এছাড়াও এই অতিমারীতেও মাস্ক পরার ব্যাপারেও মানুষের অনীহা।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত স্বঘোষিত ‘ধর্মগুরু’ আশারাম বাপু, রয়েছেন ভেন্টিলেশনে

বাইরে বেরোনোর সময় এটা প্রায়ই দেখা যাচ্ছে যে, মাস্কটা থুতনির নিচে পরে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। এতে করে নাক মুখ উভয়ই খোলা থাকছে। সামনে পুলিশ প্রশাসনের কাউকে দেখলে তখন সেটা ভালোভাবে পরছে। আদালত উভয় ক্ষেত্রেই পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here