পুঁটিমারিতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

0
45

মনিরুল হক,কোচবিহারঃ
লোকসভা নির্বাচনের মধ্যেই বিজেপি যুব মোর্চার সম্পাদকের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে দিনহাটা পুটিমারী এক গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া গ্রামে বিজেপির যুব মোর্চার অঞ্চল সম্পাদকের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

Bombing at bjp leader house
নিজস্ব চিত্র

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি দলের পক্ষ থেকে এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হলেও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে উল্লেখ করা হয়।বিজেপির যুব মোর্চার সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া বলেন এদিন রাতে তারা খাওয়া দাওয়া করে টিভি দেখছিলেন।ঠিক সেই সময় মোটর বাইকে করে এসে তাদের বাড়ি লক্ষ্য করে প্রথমে একটি বোমা ছোড়া হয়। মিনিট খানেকের মধ্যে ফের আরও একটি বোম ছোড়া হয়। আতঙ্কিত হয়ে পরবর্তীতে তারা বের হলে দেখতে পান তিনটি মোটর বাইকে করে কয়েকজন সজোরে সেখান থেকে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে বোম এর বিভিন্ন অংশ উদ্ধার করে।
বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, রবিবার দিনহাটার মাতালহাটে বিজেপি দলের এক কর্মীকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। তারপর এদিন রাতে দলের যুব মোর্চার সম্পাদকের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়।নির্বাচনের আগে থেকে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি দলের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা মারধর সহ নানা ভাবে আক্রমণ শুরু করেছে বলেও তার অভিযোগ।গোটা ঘটনা পুলিশকে জানানো হচ্ছে বলেও তিনি জানান। অবিলম্বে সন্ত্রাস বন্ধ না হলে দলের পক্ষ থেকে আন্দোলন হবে বলেও বিজেপি নেতা হুঁশিয়ারি দেন।
বিষয়টি নিয়ে তৃণমূলের দিনহাটা এক ব্লক সভাপতি নুর আলম হোসেন বলেন, “পুটিমারি এই ঘটনা বিজেপি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের।” নির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপি দলের অন্দরে দলাদলি শুরু হয়।

আরও পড়ুনঃ মৃত টিয়ারুলের সন্তানের আর্তনাদ,’আমাদের কুনু কিছু চাই না,শুধু আব্বা থাকলেই যথেষ্ট’

এদিনের ওই ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে নুর আলম হোসেন উল্লেখ করেন।পুলিশ সূত্রে অবশ্য জানা গেছে এই ঘটনায় এখনও কোনো অভিযোগ জমা পড়েনি।তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here