উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ভোটের আগে খাস কলকাতায় ফের বোমাবাজি। উদ্ধার করা হল ব্যাগ ভর্তি বোমাও। অভিযোগ, মঙ্গলবার অনেক রাতে কাঁকুড়গাছিতে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বোমার আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী।
ফুলবাগান থানা সূত্রে খবর, এ দিন রাত পৌনে এগারোটা নাগাদ বাইকে চেপে এলাকায় আসে দুই যুবক। তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়ানো কর্মীদের লক্ষ্য করে পর পর দুটি বোমা ছুঁড়তে থাকেন তারা। একটি বোমা ফাটলে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা ও ফুলবাগান থানার পুলিশ। আসেন ডেপুটি কমিশনার অজয় প্রসাদ।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে বালতি ভর্তি বোমা উদ্ধার
একই সঙ্গে লালবাজার থেকেও ফোর্স আসে। জানা গিয়েছে, ঘটনার পরই বাইক ফেলে পালায় দুই অভিযুক্ত যুবক। পরে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। ইতিমধ্যেই বাইকটিকে আটক করেছে পুলিশ। ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, একটি বোমা রাস্তায় পড়ে ফাটলে স্প্লিন্টারে দু’জন স্থানীয় বাসিন্দা আহত হন। বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যান। অভিযুক্তদের মোটরবাইক উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ঘটনার পেছনে রয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে সই নকল করে টাকা তোলার অভিযোগ, গোষ্ঠীর সভানেত্রীকে মারধর
উত্তর কলকাতা জেলার সম্পাদক শরদ সিংয়ের লোকজন এই কাজ করিয়েছে। নির্বাচনের আগে এলাকা সন্ত্রস্ত করতে তা করা হয়েছে বলেই অভিযোগ। কয়েকদিন আগে বেলেঘাটা এলাকায় বোমাবাজি হয়। তাতে ওই বিজেপির নেতার আঘাত লেগেছিল। তার প্রতিশোধ নিতেই পাল্টা এই বোমাবাজি করা হয়েছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584