নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের ১২ নম্বর অঞ্চল বুড়ালের কেরুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি স্বরূপ সেনগুপ্ত ও তৃণমূল কংগ্রেসের নেতা গণেশ শাসমলের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে বিজেপির হার্মাদরা, বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে ।
বৃহস্পতিবার রাতে বিজেপির হার্মাদ গুরুপদ খাড়া এক সময় সিপিএমের হয়ে বোমবাজি করে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখত । এখন আবার বিজেপিতে যোগদান করে হরিপদ কর দেব সিং-র নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা করছে।
বিধায়ক গীতা রাণী ভূঁইয়া অভিযোগ করে বলেন, যখন বুঝে গেছে এলাকার সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে, মমতা ব্যানার্জীর উন্নয়ন কে সঙ্গে নিয়ে এগোচ্ছে,তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ম্যাজিক যখন কাজে লাগলো না তখন সবং বিধানসভা কেন্দ্রের কখনও দুবরাজপুর, কখনও মালিগ্রাম ,কখনও বুড়ালের কেরুর গ্রামে বোমাবাজি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে চলছে বিজেপির হার্মাদরা ।
এর বিরুদ্ধে এলাকার বিধায়ক শ্রীমতি গীতা রাণী ভূঁইয়া পুলিশ প্রশাসনের কাছে শুক্রবার দাবি জানিয়েছেন অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে এবং এলাকায় শান্তি অব্যাহত রাখতে হবে। বিধায়ক হুশিয়ারি দিয়ে বলেন, যদি বিজেপি সবংএ অশান্তির বাতাবরণ তৈরি করতে চায় তার দায়ভার বিজেপি নেতাদের নিতে হবে।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে নিষিদ্ধ মাদক দ্রব্যের কারখানার হদিস, ধৃত ২
আমরা দলের নেত্রী মমতা ব্যানার্জীর আদর্শে বিশ্বাসী বলে এখনও শান্ত রয়েছে দলের কর্মী ও সমর্থকেরা। আমাদের ২৫ টি মোটরসাইকেল পুড়েছে, পার্টি অফিস জ্বালিয়েছে, মানুষের হাত ভেঙেছে তার পরেও এলাকাকে শান্ত রাখার জন্য তিনি কর্মীদের কাছে আবেদন করেছেন।এরপর যে ভাবে দলীয় নেতাদের বাড়ি লক্ষ্য করে বিজেপির হার্মাদরা বোমা বাজি করছে তা মেনে নেওয়া যায় না।
কিন্তু সব ঘটনার একটা শেষ আছে। তাই তিনি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।তবে তৃণমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বুড়ালের কেরুর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584