নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। রাতভর চলল বোমাবাজি, এলাকায় চরম উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ নং ব্লকের জনকা অঞ্চলের পনিখা শিশু শিক্ষা কেন্দ্রে গত পরশু তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির কর্মীসভা আয়োজিত হয়।
বুথ সভায় জনসমাগম ভালো হওয়ায় জনসমর্থন হারিয়ে নব্য বিজেপি হার্মাদরা পনিখা শিশু শিক্ষা কেন্দ্রের চারপাশে সারা রাত ধরে ৫০/৬০ টি বোমা ফাটায়।এলাকায় সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করে। এমনকি রবিবার সকালে কয়েকজন মহিলা কৃষি শ্রমিক মাঠে কাজ করতে যাওয়ার সময় শিশু শিক্ষা কেন্দ্রের পাশে মাঠে ও ঝোপঝাড়ের মাঝে কয়েকটি তাজা বোমা অক্ষত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।
পরে গ্রামবাসীরা ঘটনাস্থলে ভীড় জমান।রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয় গোটা এলাকায়। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ দাস, স্থানীয় গ্রাম প্রধান ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমর শঙ্কর মন্ডল,শ্যামল মিশ্র প্রমুখ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে সামাল দেন। খবর দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড
জেলা তৃণমূল কংগ্রেসের কো – অরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের অবিলম্বে বোমা উদ্ধার ও বিজেপি মদতপুষ্ট সমাজবিরোধীদের দৌরাত্ম্য রোধ সহ গ্রেফতারের দাবী জানান। পরে জনকা থানার পুলিশ গিয়ে তাজা বোমা গুলি উদ্ধার করে। জেলা তৃণমূল কংগ্রেসের কো – অরডিনেটর মামুদ হোসেন অভিযোগ করেন,”সিপিআইএম -এর দলছুট হার্মাদ ও তোলাবাজ দাদার অনুগামীরা বিজেপির পতাকাতলে শামিল হয়ে বোমা-অস্ত্র মজুত করে শান্তির পরিমন্ডল কে কলুষিত করতে চাইছে।”
সমস্ত ধরনের মজুত অস্ত্র-বোমা উদ্ধার করে বিজেপির গেরুয়া সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ ও প্রশাসনের কাছে ই-মেইল বার্তা পাঠিয়েছেন মামুদ হোসেন। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584