নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ
লকডাউনকে উপেক্ষা করে এলাকায় চলল মস্তানদের বোমাবাজি।জানা গেছে, আজ সকালে সুন্দরপুরের বাসিন্দা মুস্তাকিম শেখ নামের এক যুবকের সাথে বুলু শেখ ঘনিষ্ঠ রফিক শেখ নামের ওই ব্যাক্তির সাথে কাজের টাকা চাওয়া কে কেন্দ্র করে বচসা বাঁধে।মুস্তাকিম শেখ নামের এই যুবক কাজ করে সে কাজের টাকা চাইতে যায় অভিযুক্ত রফিক শেখের কাছে এবং তার পরেই সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে মুস্তাকিম শেখ নামের ওই যুবককে বেধড়ক মারধর শুরু করে রফিক শেখ ও বুলু শেখের লোকজন।
ওই ঘটনায়, গুরুতর আহত হয় মুস্তাকিম শেখ নামের ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং সেই ঘটনার জেরেই বিকালে, মুস্তাকিম এর পরিবার চড়াও হয় অভিযুক্তদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই উলুবনের একাংশ, চাঞ্চল্য এলাকায়
সেই কারণেই অভিযুক্তরা তাদের ক্ষমতা প্রদর্শন করতে এলাকায় শুরু করে ব্যাপক বোমাবাজি। দুপুর আড়াইটা থেকে বিকাল ৫ টা অবধি চলে লাগাতার বোমাবাজি। যার ফলে গুরুতর আহত হয় মালাই শেখ নামের অভিযুক্তদেরই এক ব্যক্তি।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় ৱ্যাফ।
যদিও ঘটনায় অভিযুক্তদের পরিবারের দাবি, বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা প্রাক্তন প্রধান বাদাম শেখের নেতৃত্বে এবং মোবাইল চালানো হয়েছে এবং পুরো ঘটনায় জড়িয়ে রয়েছে বাদাম শেখের হাত। কারণ বাদাম শেখ চায়না তারা তৃণমূল দলের থাকুক তাই বাদাম শেখ এই পরিকল্পনা করেছে।এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে পঞ্চায়েত প্রধানের স্বামী বাদাম শেখ ও পঞ্চায়েত সদস্য। তারা জানায় এটা পারিবারিক ঝামেলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584