মনিরুল হক, কোচবিহারঃ
জেলা স্তরের ছাত্রছাত্রীদের জন্য দুই দিন ব্যাপি বইমেলা ও বিজ্ঞান মডেল প্রদর্শনী শুরু হল কোচবিহারে। আজ থেকে কোচবিহারের সদর গর্ভমেন্ট হাইস্কুলে এই বইমেলার সূচনা হয়। আগামী কাল বিজ্ঞান মডেল প্রদর্শনী হবে বলে জানা গিয়েছে। এই বই মেলায় কলকাতার সাতটি প্রকাশনী সংস্থা এসেছে।তাদের স্টলগুলিতে অঙ্কন, কবিতা,গল্প সহ নানা রকম বইয়ের সম্ভার রয়েছে।স্কুলের বাচ্চাদের বই মুখী করতে রাজ্য সরকারের তরফে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্কুল ও মাদ্রাসা গুলিকে বই কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানা গিয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি জনসাধারণও এখান থেকে বই কিনতে পারেন।বিজ্ঞান মডেল প্রদর্শনী নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ রয়েছে।তাদের থেকে সেরাদের পুরস্কৃত করা হবে।কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দার বলেন, “জেলা স্তরের বইমেলা ও বিজ্ঞান মডেল প্রদর্শনী হচ্ছে সদর গভমেন্ট হাইস্কুলে।
রাজ্য সকারারের উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে।স্কুলের বাচ্চাদের বইমুখী করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য। প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য তিন হাজার, হাইস্কুলের জন্য দশ হাজার,সরকারি স্কুল গুলির জন্য ২০ হাজার ও মাদ্রাসার জন্য পনের হাজার টাকা করে দিচ্ছে। কোচবিহারের সব স্কুলকে বলা হয়েছে বই কেনার কথা। সাধারণ মানুষও বই কিনতে পারেন এখান থেকে। মোট ৭ টি প্রকাশনী সংস্থা এসেছে বইমেলায়।”
আরও পড়ুনঃ মাথাভাঙায় অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584