নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে চন্দ্রকোনা রোড বই মেলা কমিটির উদ্যোগে তৃতীয় বর্ষ বইমেলা ও মিলন মেলা সূচনা হল ৷
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইমেলা ও মিলন মেলার উদ্বোধন করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শ্রীকান্ত মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ঝিলিক ,গড়বেতা তিন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু বিশুই ,বই মেলা কমিটির সম্পাদক সঞ্জয় সরকার প্রমুখ ৷
চন্দ্রকোনা রোড বইমেলা প্রাঙ্গণে ৩০ টি বইয়ের স্টল রয়েছে। সেই সঙ্গে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা দুটো থেকে বইমেলা প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়।
আরও পড়ুনঃ উস্তিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
বইমেলার উদ্বোধন করে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, বইয়ের বিকল্প অন্য কিছুই হতে পারে না। আমরা বই পড়ে বহু অজানা জিনিস জানতে পারি । তাই তিনি সর্বস্তরের মানুষকে চন্দ্রকোনা রোড বইমেলা প্রাঙ্গণে এসে বই কেনার ও বই পড়ার জন্য আহ্বান জানান।
আরও পড়ুনঃ ভাষাতত্ত্ববিদ সত্যেন্দ্রনাথ বর্মণের স্মরণে সভা
সেই সঙ্গে তিনি চন্দ্রকোনা রোড বই মেলার সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও তিনি বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সামাজিক দূরত্ব বজায় রেখেই সবাই বইমেলা প্রাঙ্গণে আসবেন এবং অবশ্যই প্রত্যেককে মুখে মাস্ক ব্যবহার করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584