গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি রবীন্দ্রভবনে সাত দিন ব্যাপী বইমেলা শুরু হল। এদিন বইমেলার উদ্বোধনের আগে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম-বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনে শেষ হয়।
এরপর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে বই মেলার উদ্বোধন করেন সাহিত্যিক বিমলেন্দু মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী দেবপ্রসাদ রায়, আইনজীবী কমল কৃষ্ণ ব্যানার্জী, প্রাবন্ধিক উমেশ শর্মা সহ বিশিষ্টজনরা।উদ্যোক্তাদের দাবি, মেলাতে থাকছে মোট ৬০টি স্টল ৷ এরমধ্যে ৩৫টি স্টল থাকছে কলকাতার।
আরও পড়ুনঃ আর্থিক প্রতিবন্ধকতা জয় করে রাজ্যস্তরের খেতাবই লক্ষ্য বডি বিল্ডার হালিমের
উদ্যোক্তাদের দাবি, নেতাজীকে শ্রদ্ধা জানাতে মেলা প্রাঙ্গণে ‘আজাদ হিন্দ প্রাঙ্গণ’ ও নেতাজী মঞ্চ করা হয়েছে। এবছর নির্বাচন থাকায় সরকারি স্টল থাকছে না। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার টিকিট দশ টাকা করা হলেও সঙ্গে দেওয়া হচ্ছে নেতাজীর জীবন কাহিনী সম্বলিত একটি বই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584