নিজস্ব সংবাদদাতা,কোলকাতাঃ-
পিপলস্ ব্রিগেডের শারদীয়া বুকস্টলে পুস্তিকা প্রকাশ করলেন বিশিষ্ট চিত্রপরিচালক শতরূপা সান্যাল। ষষ্ঠীর সন্ধ্যায় টালা বারোয়ারীর প্রাঙ্গনে পিপলস্ ব্রিগেডের বুক স্টলে শতরূপা সান্যাল, কর্মসংস্থান আন্দোলন বিষয়ক পুস্তিকা ‘নয়াউদারবাদ; বেকারত্বের বিশ্বায়ন’ প্রকাশ করেন।
পিপলস্ ব্রিগেডের এই আন্দোলনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ” যুগে যুগে, দেশে দেশে, যা কিছু পরিবর্তন এসেছে তা কিন্তু পাকাচুল আনেনি, এনেছে তোমাদের মত বয়সীরা, তারাই নতুন কিছু তৈরি করতে পেরেছে, কারণ তাদের মধ্যে আয়েশী মনোভাব নেই, কষ্ট করে অর্জন করার মনোভাব নিয়েই তারা চলে। যতবারই সকলে ভেবেছে বামপন্থীরা নিঃশেষ হয়ে পড়েছে ততবারই এরকম নতুন উদ্যোগ পথ দেখিয়ে নিয়ে গেছে। হয়তো পিপলস্ ব্রিগেডের এই উদ্যোগই ভবিষ্যতে পাথেয় হয়ে দাঁড়াবে।”
পুস্তিকা প্রকাশের পাশাপাশি বুকস্টলে পিপলস্ ব্রিগেডের তরুন বামপন্থী কর্মীদের গলায় গণসঙ্গীতের সাথে গলা মেলান শতরূপা সান্যাল। পিপলস্ ব্রিগেডের আগামী দিনের আন্দোলনের জন্য তিনি উৎসাহ দেন। পরপর তিন বছর ধরে পিপলস্ ব্রিগেডের এই শারদীয়া বুক স্টল দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার মানুষ ও পথচলতি আমজনতার।
পিপলস্ ব্রিগেডের সদস্য সুমিত ঘোষ বলেন, “বুকস্টলে বিভিন্ন প্রকাশনীর বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের বই-এর সম্ভার পাঠককূলের মধ্যে বামপন্থী চিন্তার প্রসার ঘটিয়ে সংগ্রামের পথ প্রশস্ত করবে, এই ভাবনা থেকেই এই বুকস্টলের উদ্যোগ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584