তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হনুমান ভবনে বিশ্ব যোগ দিবসে যোগ ব্যায়াম প্রদর্শন ও ডাঃ হংস রাজ আগরওয়াল সম্পাদিত দুটি স্বাস্থ্য বিষয়ক গ্রন্থের উন্মোচন করা হয়।
স্বাস্থ্য বিষয়ক দুটি গ্রন্থের উন্মোচন করেন পন্ডিত ভুপেন্দ্র নাথ ঝাঁ।
উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাকৃতিক চিকিৎসক ডাঃ হংসরাজ আগরওয়াল বলেন,তিনি কালিয়াগঞ্জ শহরে প্ৰতি বছর নিয়মিতভাবে প্রাকৃতিক চিকিৎসার শিবির করে থাকেন।প্রাকৃতিক চিকিৎসার সাথে যোগ ব্যায়ামের একটা যোগসূত্র আছে।
ডাঃ হংসরাজ আগরওয়াল বলেন,এই অনুষ্ঠানে তার সম্পাদিত দুটি স্বাস্থ্য বিষয়ক বইয়ের উন্মোচন করা হয়।উন্মোচন করেন পন্ডিত ভুপেন্দ্র নাথ ঝাঁ।যে বই দুটি প্রতিটি মানুষের সুস্থ জীবনের দিক নির্ণয় করতে প্রতিনিয়ত সাহায্য করবে বলে তার ধারণা।
আরও পড়ুনঃ বৃষ্টি ভেজা সন্ধ্যায় বৈঠকী আড্ডায় বিশ্ব সংগীত দিবস উদযাপন
অনুষ্ঠানে বিশ্ব যোগ দিবস উপলক্ষে গরিমা বেজ্ঞানি ও কৃষ্ণা বিশ্বাসের পরিচালনায় যোগ ব্যায়াম প্রদর্শনের আয়োজন করা হয়।যোগ ব্যায়াম দেখতে প্রচুর মানুষের সমাগম হয়।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নরেশ মুন্দ্রা,ডাঃ অমল চক্রবর্তী,গোপী কিষান চানডক,বিজয় কিষান চানডক এবং রাজু ভোটিকা।অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুরূপে সঞ্চালনা করেন গরিমা বেজ্ঞানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584