সঞ্চারী সাহা,কলকাতাঃ
আড্ডা থেকে অমর সাহিত্য সৃষ্টি এবং সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার নিদর্শন বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল নয়। যুগ বদলের সাথে সাথে বদলেছে আড্ডার ধরণ।

বদলে যাওয়া এই আড্ডা থেকে সাহিত্য সৃষ্টির দৃষ্টান্ত স্থাপন করে চলছে ফেসবুক গ্রুপ ‘স্বপ্নসাজি’। তিন বছর পূর্বে গড়ে ওঠা এই ফেসবুক গ্রুপ ইতিমধ্যেই তাদের উদ্যোগে গদ্যপদ্যের সংকলন ‘কাটাকুটি’ এবং অণুগল্পের সংকলন ‘অণুবীক্ষণ’ প্রকাশ করে পাঠক প্রশংসা লাভ করেছে।


এবার তাদের উদ্যোগে প্রকাশ করা হল কবিতা সংকলন ‘C/O কবিতা’।কাব্যগ্রন্থ প্রকাশ উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল এই বই প্রকাশ অনুষ্ঠান।
আরও পড়ুনঃ জটেশ্বরে নজর কাড়ছে রাজস্থানী সাজে সরস্বতী
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়। এই দিনের অনুষ্ঠানে বই প্রকাশ ছাড়াও সারা বছর ধরে এই গ্রুপে আয়োজিত বিভিন্ন ইভেন্টে জয়ীদের পুরস্কৃত করা হয়। গ্রুপের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584