ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা সংকটে দেশব্যাপী লকডাউনের মধ্যেই শুরু হল দূরপাল্লার ট্রেনের বুকিং। আগামী ১৫ই এপ্রিল থেকে ট্রেন যাত্রার জন্য কাটা যাবে টিকিট।
করোনা সংক্রমণ রুখতে গত ২২ শে মার্চ ভারতীয় রেল কর্তৃপক্ষ ৩১ শে মার্চ পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দেয়। তারপর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণার পর স্বাভাবিকভাবেই ১৪ই এপ্রিল পর্যন্ত সমস্ত বুকিং বাতিল হয়ে যায়।
তবে শুরু হওয়া বুকিং শুধুমাত্র অনলাইন থেকেই করা যাবে। রেলের কাউন্টার বন্ধ থাকবে। টিকিট কাটা যাবে আইআরসিটিসি’র ওয়েবসাইট থেকে। ইতিমধ্যেই বিমান সংস্থাগুলো ঘোষণা দিয়েছে যে ১৫ ই এপ্রিল থেকে তারা পরিষেবা শুরু করবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584