নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভ্যাকসিনের দু’টি ডোজ সম্পূর্ণ হলেই কি আপনি সুস্থ? না, এমনটা নাও হতে পারে, জানালেন এইমস বিশেষজ্ঞ। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে চিকিৎসকেরা জোর দিয়েছেন টিকাকরণে।
একমাত্র টিকাকরণের গতি বাড়িয়ে এই অতিমারি থেকে রক্ষা পাওয়া যাবে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞমহল। তবে টিকার দু’টি ডোজ সম্পূর্ণ হলেই কি পাওয়া যাবে এই মহামারি থেকে মুক্তি? এই বিষয়ে এইমস অধ্যাপক সঞ্জীব সিং জানালেন, এমনটা নাও হতে পারে। ভ্যাকসিনের দুটি ডোজ সম্পন্নের পর দরকার হতে পারে বুস্টার ডোজেরও।
আরও পড়ুনঃ ATM লেনদেনের নিয়মে বদল আনতে চলছে রিজার্ভ ব্যাঙ্ক, বাড়বে পরিষেবাগত মূল্যও
তিনি বলেন, ভারত, আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে টিকার এই ধরনের ডোজের। কিন্তু কি এই বুস্টার ডোজ? আপনার শরীরে কোনো রোগের টিকা দেওয়া হলে, দেহে সেই রোগের অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু সময়ের সাথে সাথে সেই রোগের লক্ষণ স্মৃতি হারিয়ে ফেলে কোষ। ফলে অ্যান্টিবডির ক্ষমতাও ক্ষীণ হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে দরকার হয় এই বুস্টার ডোজের।
আরও পড়ুনঃ লাগবে না কোউইন-এ রেজিস্ট্রেশন, বয়স ১৮-র ঊর্ধ্ব হলে টিকাকেন্দ্রে গেলেই মিলবে ভ্যাকসিন
গত ৫ মাস ধরে দেশে টিকাকরণ প্রক্রিয়া চলছে। দেশে আপাতত তিনটি ভ্যাকসিনের ওপরই চলছে টিকাকরণ, এর পাশাপাশি নোভ্যাক্স নামে আরও একটি ভ্যাকসিনের কাজ চলছে। তবে এই সব টিকাতে শরীর পুরোপুরি রোগপ্রতিরোধ ক্ষমতা অর্জন করছে কি না, তা নিয়ে চলছে গবেষণা। এর সাথে সাথে বুস্টার ডোজের ওপরও নজর দিচ্ছেন বিজ্ঞানীরা। প্রয়োজনে দেওয়া হবে এই বুস্টার ডোজও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584