নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারত-পাকিস্তান সীমান্তের কাছে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার বেঙ্গালাদ অঞ্চলে এক সুড়ঙ্গ খুঁজে বার করল বিএসএফ। সুড়ঙ্গটির দৈর্ঘ্য ১৫০ ফুট। ২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গের মধ্যে থেকে করাচি ও শাখেরগড় লেখা বালির বস্তা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন যে, এই অঞ্চল থেকে ৪০০ মিটার দূরেই পাকিস্তানের আউট পোস্ট অবস্থিত। তাই অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ। লুকনো নির্মাণ ধ্বংস করতে গত কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে বিএসএফ। সেই অভিযানের সময়ই সুড়ঙ্গটি চিহ্নিত করা হয়।
The Border Security Force (#BSF) has detected a 20 feet long tunnel within the Indian territory at the #InternationalBorder in #Jammu, officials said.@BSF_India #JammuAndKashmir pic.twitter.com/P876l8pjEG
— IANS Tweets (@ians_india) August 29, 2020
আরও পড়ুনঃ ঈশ্বরের দূত (কেন্দ্রীয় অর্থমন্ত্রী)-এর কাছে উত্তর চাইলেন চিদাম্বরম
ভারত-পাক সীমান্তের কাছে জম্মু-কাশ্মীরের এই অংশে আগেও এই ধরনের সুড়ঙ্গের সন্ধান মিলেছিল। ২০১২ সালে সাম্বা সেক্টরে বিএসএফ ৪০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ চিহ্নিত করেছিল। এছাড়া, ২০১৪ সালে পালানওয়ালায় প্রায় সমান দৈর্ঘ্যের আরেকটি সুড়ঙ্গের খোঁজ মেলে।
ওই বছরেই সাম্বার চিলইয়ারিতেও একটি সুড়ঙ্গ উদ্ধার হয়। এটা ভারতীয় ভূখণ্ডে প্রায় ২৫ মিটার পর্যন্ত বিস্তৃত। ২০১৬ সালে পাকিস্তানের দিক থেকে আরও একটি সুড়ঙ্গ চিহ্নিত করা হয় যার বিস্তার ভারতীয় সীমানার আরএস পুরা সেক্টরে প্রায় ৩০ মিটার পর্যন্ত ছিল। ২০১৭ সালেও সাম্বায় এমনই এক সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584