নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফের লকডাউন ঘোষণা করা হল ব্রিটেনে। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যাওয়ায় শনিবার ফের এই নির্দেশ দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি জানিয়ে দিলেন ২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই দফায় কার্যকর হবে লকডাউনের মেয়াদ। ইউরোপের মধ্যে ইংল্যান্ডই অতিমারিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। দৈনিক ২০ হাজারের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত হচ্ছেন।
বিজ্ঞানীদের আশঙ্কা, এই সংখ্যা পৌঁছতে পারে ৮০ হাজার অবধিও। প্রধানমন্ত্রী জনসন জানান, সংক্রমণ রোধের ক্ষেত্রে এছাড়া আর কোনও বিকল্প পথ ছিল না।
আরও পড়ুনঃ “নিজেদের শোধরান, নয়ত ‘রাম নাম সত্য’ যাত্রা শুরু হবে,” হুঁশিয়রি যোগীর
তবে লকডাউনের মধ্যেও খোলা থাকবে কিছু পরিষেবা। সেগুলির মধ্যে জরুরি পরিষেবা ছাড়াও থাকছে স্কুল ও বিশ্ববিদ্যালয়। পাব ও রেস্তরাঁয় বসে পানাহার করা যাবে না। তবে খাবার ও পানীয় কিনে নিয়ে যাওয়া যাবে। এর আগে ইংল্যান্ডে প্রথম দফার লকডাউন ছিল ২৩ মার্চ থেকে ৪ জুলাই।
আরও পড়ুনঃ থোড়াই কেয়ার স্বাস্থ্যবিধি, ট্রাম্পের নির্বাচনী জনসভা ‘সুপার স্প্রেডার’
সেবারও লকডাউন দেরিতে ঘোষণা করায় সমালোচিত হয়েছিলেন জনসন। তিনি নিজেও কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এপ্রিলে। বর্তমানে দেশজুড়ে সংক্রমণের হার লাগামছাড়া হয়ে গিয়েছে, বিজ্ঞানীদের তরফে এই মর্মে সতর্কতা পাওয়ার পরেই ফের লকডাউনের পথে হাঁটলেন জনসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584