নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২১ এর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। করোনা সংক্রমণের কারণে তিনি আসতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।

তবে এবার ব্রিটেনে আয়োজিত জি-৭ বৈঠকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতের পক্ষ থেকে সেই আমন্ত্রণের কথা স্বীকারও করা হয়েছে। জি-৭ হল ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং আমেরিকাকে নিয়ে গঠিত দেশগুলির সংগঠন।
আরও পড়ুনঃ রঞ্জন গগৈকে মামলার মধ্যস্থাকারীর দায়িত্ব সুপ্রিম কোর্টের
আগামী ১১ জুন ব্রিটেনের উপকূলীয় এলাকা কর্ণওয়ালে বসছে জি-৭ সম্মেলনের আসর। গত বছরই মোদীকে ফোন করে জি-৭ বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জনসন। এরপর রবিবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের পক্ষ থেকে ভারতকে আমন্ত্রণ জানানো হল। ভারত ছাড়াও জি-৭ বৈঠকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584