নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ব্রিটেনে সম্প্রতি হদিশ মিলেছে করোনার নয়া স্ট্রেনের। এরপর থেকেই আতঙ্কে ভুগছে ব্রিটেন। বহু মানুষের শরীরে পাওয়া গিয়েছে এই স্ট্রেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার নতুন করে ব্রিটেনে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনার দাপট রুখতে এই পদক্ষেপ করেছে ব্রিটিশ সরকার। এই নিয়ে তৃতীয়বারের জন্য মঙ্গলবার থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হল ব্রিটেনে। পরিস্থিতির কথা বিচার করেই প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হয়ে ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানিয়ে দেওয়া হয়, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বরিস জনসনের ভারত সফর বাতিল করা হল। ফলে প্রধান অতিথিকে ছাড়াই এবার কি সাধারণতন্ত্র দিবস পালন হবে, নাকি ভার্চুয়াল মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন জনসন, তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুনঃ ১৩ জানুয়ারি থেকে শুরু করোনা টিকাকরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। এ মাসের শেষের দিকে ভারত সফরে আসার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেটি বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশজুড়ে এখন লকডাউন জারি হয়েছে। যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী স্থির করেছেন তিনি ব্রিটেন ছেড়ে কোথাও যাবেন না। এই ভাইরাসের মোকাবিলা করতে দেশে থাকা তাঁর প্রয়োজন।”
আরও পড়ুনঃ বেনামি সম্পত্তি মামলায় বঢরার বাড়িতে আয়কর বিভাগ
ভারত সরকারের তরফে এই খবরের নিশ্চয়তা জানিয়ে বলা হয়েছে, “বরিস জনসন প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে দুঃখপ্রকাশ করেছিলেন না আসতে পারা নিয়ে। ব্রিটেনে যেভাবে করোনা অতিমারীর প্রাবল্য বেড়েছে সেই প্রেক্ষাপটে এই সফর বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।”
উল্লেখ্য, করোনা ভাইরাসের নয়া স্ট্রেন নতুন করে সে দেশে সমস্যার সৃষ্টি করেছে। যার জেরে মঙ্গলবার থেকেই লকডাউন শুরু হয়েছে স্কটল্যান্ডে। গ্রেট ব্রিটেনের আরও দুই প্রদেশ-ওয়েলশ ও নর্দার্ন আয়ারল্যান্ডে আগেই থেকে চলছে লকডাউন। ফলে গোটা ব্রিটেনই এবার স্তব্ধ হয়ে যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584