নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অসমে নির্বাচনের দিন ঘোষণা হতেই বড় ধাক্কা খেল বিজেপি, এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেল বরোল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF), কংগ্রেস মহাজোটের সঙ্গে হাত মেলাল তারা। মাস কয়েক আগে অনুষ্ঠিত হওয়া বরোল্যান্ড পুর নির্বাচনেও বিজেপির সঙ্গে ছিলনা বরোল্যান্ড পিপলস ফ্রন্ট। এবার বিধানসভাতেও বিজেপিকে পরিত্যাগ করলো তারা।
বিপিএফ নেতা হাগরামা মহিলারি ফেসবুকে লিখেছেন, অসমের উন্নয়নের স্বার্থে দুর্নীতিমুক্ত সরকার গড়তে মহাজোটের সঙ্গে হাত মেলাল বরোল্যান্ড পিপলস ফ্রন্ট।
অসমে চারটি জেলার ১২টি আসনে লড়াই করবে বিপিএফ। এই ১২টি জেলায় কংগ্রেস কিংবা জোটের অন্যদল প্রার্থী দেবে না। পাশাপাশি বরোল্যান্ড রিজিয়নের বাইরে ২৮টি বিধানসভা আসনে মহাজোটকে সাহায্য করবে বিপিএফ। গত ২৫ ফেব্রুয়ারি উদলগুড়িতে বিপিএফের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়।
সেখানে কংগ্রেস ছাড়াও অসম গণ পরিষদের সঙ্গেও জোট নিয়ে ভাবনাচিন্তা করা হয়। তবে শেষমেশ কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে হাত মেলাল তাঁরা।ওয়াকিবহাল মহলের কথায়, বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি। যার প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে।
আরও পড়ুনঃ ভিড় বাড়ছে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে, বার্তা পাঠালেন বুদ্ধদেব ভট্টাচার্য
উল্লেখ্য, একা লড়াই করে বরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (BTC) নির্বাচনে তাৎপর্যপূর্ণ ফল করেছিল বিজেপি।কাউন্সিলের ৪৬টি আসনের মধ্যে ৪০ আসনে ভোট হয়। সবচেয়ে বড় দল হয়েছে অসম বিজেপির পুরনো জোটসঙ্গী বরোল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF)। তাদের দখলে ১৭টি আসন।
আরও পড়ুনঃ শুভেন্দুর সভায় অবৈধভাবে তৃণমূল নেতার প্রবেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক বড়ঞায়
যদিও সংখ্যাগরিষ্ঠতা থেকে চারটি আসন দূরেই থেমে গিয়েছে তাদের দৌড়। উপরন্তু ২০১৫ সালের তুলনায় তিনটি কম। প্রমোদ বড়োর ইউনাইডেট পিপলস পার্টি লিবারেল পেয়েছে ১২টি আসন। বিজেপি (BJP) ৯টি ও কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে।
২০১৫ সালের নির্বাচনে বরোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল বিজেপি। সেই সময় তাঁদের ঝুলিতে এসেছিল একটি আসন। কিন্তু এবার একা লড়ে এবং নির্বাচনের পরে ইউনাইডেট পিপলস পার্টি লিবারেলের সঙ্গে জোট করে এই এলাকার ক্ষমতা দখল করে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584