আগামীকাল থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলছে বোটানিক্যাল গার্ডেন

0
124

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আগামী ১ ডিসেম্বর থেকে প্রাতঃভ্রমণকারীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশাধিকার দেওয়া হবে। সব ধরণের করোনা বিধি ও করোনা সংক্রান্ত সচেতনতা মেনে তাঁরা সকালে হাঁটার জন্য উদ্যানে প্রবেশ করতে পারবেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সম্প্রতি এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান উদ্যানের যুগ্ম অধিকর্তা ডঃ কণাদ দাস।

botanical garden | newsfront.co
ফাইল চিত্র

মার্চ মাসের শেষের দিকে লকডাউনের শুরু থেকেই এই জাতীয় উদ্যানে প্রাতঃভ্রমনণকারী থেকে সাধারণ দর্শনার্থী, সবার প্রবেশই নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলে এখানকার প্রাতঃভ্রমণকারীরা প্রবেশের জন্য বারবার অনুমোদন চান কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুনঃ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী

অবশেষে সেই অনুমতি মিলতে চলেছে ১ ডিসেম্বর থেকে। তবে সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের জন্য উদ্যান কবে থেকে খুলে দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানান কণাদবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here